শফিউল বারী রাসেল, জয়পুরহাট প্রতিনিধি : সমসাময়িক সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় নানা বিষয় নিয়ে জয়পুরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লন্ডন প্রবাসী জয়পুরহাটের কৃতি সন্তান এ্যাডভোকেট তানজির আল ওহাব। আজ সন্ধ্যায় জয়পুরহাট শহরের প্রফেসরপাড়াস্থ বৈরাগী মোড়ের একটি অফিসে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী এডভোকেট তানজির আল ওহাব সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। দেশ ও জাতি গঠনে নিরপেক্ষ গণমাধ্যমের অনেক ভূমিকা রয়েছে। তাই তিনি গণমাধ্যমকর্মীদের সঠিক বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।.
.
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যখন দেশে থাকতাম তখন ছাত্র রাজনীতি করেছি। জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি থাকা অবস্থায় এমপি নির্বাচন করার জন্য বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলাম। দল আমার চেয়ে যোগ্য প্রার্থী পাওয়ার সেবার আমি মনোনয়ন পাইনি। এরপর পড়াশুনা ও ব্যবসার প্রয়োজনে আমাকে লন্ডনে থাকতে হয়েছে। তারপরও সব সময়ই নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। মাঝেমধ্যেই নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে জয়পুরহাটে ছুটে আসি। তাদের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করেছি। নেতাকর্মীরা যদি চায়, দেশে নির্বাচনের পরিবেশ যদি সৃষ্টি হয় আর দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমি নির্বাচিত হবো। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে এ আসনটি উপহার দিতে পারবো। আমি নির্বাচিত হলে জয়পুরহাটের মানুষের উন্নয়নে নিরলস কাজ করে যাবো। .
তবে তিনি কোন আসন থেকে মনোনয়ন চাইবেন তা এখনো পরিস্কার করেননি।. .
ডে-নাইট-নিউজ / শফিউল বারী রাসেল
আপনার মতামত লিখুন: